সোহাগী জ্যোৎস্নার হাতছানি
আরিফুল ইসলাম পলাশ
এক আলোক বর্ষ জ্যোৎস্না ঝরে মায়াদীঘির জলে,
তীর্থযাত্রী হয়ে ছুটে চলি সম্ভোগবাসনায়।
কামনার রক্তজবা অঞ্জলি দেই নিগূঢ়তম নীলিজলে।
ডুব সাঁতারে নিমগ্ন প্রেম ডানা ঝাপটায়,
সেতুবন্ধন খুঁজে মালভূমির মসলিনের ভাঁজে।
অনাকাঙ্খিত সূর্য গ্রহণ নামে নীল জলে।
তরঙ্গায়িত স্বপ্ন নীলাভ ফেনিল ঢেউ তুলে নিমজ্জিত হয়।
লাগাতার বর্ষণে দীর্ঘায়িত হয় আত্মার আলিঙ্গন।
বিভ্রমের প্রগাঢ়তায় অসহনীয় ভাবে বাড়তে থাকে নিঃসঙ্গতা।
দীঘির জলছোঁয়া বাতাস আমাকে উদ্ভ্রান্ত করে।
অনুরাগ গুলো বন্দী হয় নক্সাতোলা বাক্সে।
বায়ুশূন্য বুকে ঝুম শূন্যতা নামে।
অসীম অন্ধকারের দৌরাত্ম্যে দুরত্ব বাড়ে সোহাগী চাঁদের।