কলমযোদ্ধা আলমগীর হোসেন খান এর লিখা শুভ চিন্তার কবিতা “নতুন পৃথিবী আসবে”

626
কলমযোদ্ধা আলমগীর হোসেন খান এর লিখা শুভ চিন্তার কবিতা “নতুন পৃথিবী আসবে”
কলমযোদ্ধা আলমগীর হোসেন খান এর লিখা শুভ চিন্তার কবিতা “নতুন পৃথিবী আসবে”

নতুন পৃথিবী আসবে

                                আলমগীর হোসেন খান

করোনা চলে যাবে চিরতরে
নতুন পৃথিবী আসবে ফিরে,
বিধাতার দয়া ছড়িয়ে পড়বে
তাঁরই হাতে গড়া সৃষ্টি কুলে ।
প্রকৃতির নিঃসঙ্গতা ফেলে
ফিরে পাবে মানুষের পদচারণা,
কোথায় ছিল তার নীরবতা
জানবে না কোনো দিন।
তারায় তারায় ভরে ঊঠবে
ঘুমিয়ে থাকা চাঁদের আকাশ,
নিমিষে দূর হবে রাতের আঁধার।
জীবনের মাঝে দেখবে না কেউ
করুণ শানাইয়ের শব্দ,
থাকবে না জানালার পাশে
ঘাসফুলের কান্না ।
প্রজাপতি ডানা মেলে হাসবে
শান্ত নদী কেঁপে কেঁপে অস্থির হবে
অপরূপ চঞ্চলার স্রোতে ,
প্রবাল দ্বীপে শুরু হবে
অন্তহীন আলোর খেলা ।
সাগরের মোহনায় এসে
নিঃশ্বাস ফেলবে ক্লান্ত নাবিক,
ক্ষুধার্থের মনে থাকবেনা
টানাপূরনের আর্তনাদ আহা
কতোদিন ছিলাম অনাহারে।
সবুজ পাতায় ভরে যাবে
বিবর্ণ গাছের ডালে,
দোয়েল আসবে, শ্যামা আসবে
তালগাছের উচু ডালে ঝুলবে
বাবুই পাখির বাসা।
মুখরিত হবে সোনালী ধানের শীষে
টিয়ে পাখির ধ্বনি ,
নির্ঝর ফোটবে আবার
সাদা গোলাপের হাসি
কাশবনে উড়ে উড়ে আসবে
সাদা বকের সারি।
পাখির ডাকে ভাঙবে শিশুর ঘুম
তারা খেলবে উন্মুক্ত মাঠে,
দুঃখের অ্যালবামে দেখবে সবাই
সুখের প্রতিচ্ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here