ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি : আমরাই পারি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন নাগরিক জোটের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে উপলক্ষে প্রতিপাদ্য ‘‘কমলা রঙের বিশ্বে নারী-বাধার পথ দেবেই পাড়ি ” এবং ‘‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি”শ্লোগান কে সামনে রেখে বৃহষ্পতিবার ২৬ নভেম্বর সকালে ঈশ্বরদীর মুলাডুলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬দিনের পক্ষকাল ব্যাপী কর্মসূচী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং মানবন্ধন শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৯দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপত্বি করেন মুলাডুলি ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি কাজী সিদিকুর রহমান । এ সময় বক্তব্য রাখেন , এফএফ সীমা আক্তার , জোটের সদস্য মওলানা কছিমুদ্দিন সহ অনেকেই ।