বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’র সাফল্য ও গৌরবের ৩০ বছরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

14
BRED
বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’র সাফল্য ও গৌরবের ৩০ বছরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার বেড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’র সাফল্য ও গৌরবের ৩০ বছর পূূর্তি অনুষ্ঠান।
শনিবার(২৮ জুন) দিনব্যাপী বেড়া উপজেলার নাকালিয়া মন্জুর কাদের ডিগ্র কলেজ অডিটোরিয়ামে টি-শার্ট বিতরণ, ব্যাচ পরিধান, সেমিনার, কেক কাটা ও মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হওয়ার পাশাপাশি এ যেন মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ব্রেডের সকল স্তরের অংশিজনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো: শামছুল হক।
ব্রেডের উপ-পরিচালক হুমায়রা ইয়াছমিন পিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ড. শরিফ আহমেদ চৌধুরী, ব্রেড এর উপদেষ্টা জাকিয়া শিশির, নরেশ চন্দ্র মধু, বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ আব্দুল হান্নান ।


বিভিন্ন যুবক দলের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মনিকা- কৃষ্ণচূড়া দল, শ্রাবন্তী- যমুনা দল, তামিম- চলো এগিয়ে দল, ও ইবরাহিম- টাইগার দল, এছাড়া কমিউনিটি থেকে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ বক্তব্য রাখেন জনাব মোঃ নাছির উদ্দিন ময়নুল, নির্বাহী পরিচালক এসডি কে এস. আলেয়া ইয়াসমিন নির্বাহী পরিচালক উদ্দীপন মহিলা সমিতি, কোহিনুর বেগম নির্বাহী পরিচালক আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থা, শ্রী জ্ঞানেন্দ্র মুরারী সভাপতি আদিবাসী সমিতি ভাঙ্গুরা উপজেলা, ও ডাঃ দুলাল সরকার (সাবেক ওসি বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাও) ও সমাজ সেবক আদিবাসী কমিউনিটি।
অনুষ্ঠানে ব্রেডের ৩০ বছরের যাত্রা ও সাফল্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ব্রেডের প্রকল্প সমন্বয়ক আশিকুর রহমান লুলু।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা ও সমাজ সেবায় অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। চিকিৎসা সেবা ডাঃ মোঃ আব্দুল হান্নান, সমাজ সেবায় অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন মরহুম ওয়ারেজ আনোয়ার।


প্রধান অতিথি বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ওক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বাস্তবমুখী শিক্ষা, চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজের সংস্কার ত্বরান্বিত হয়। তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ব্রেডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্রেড প্রশংসা দাবিদার।


মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অগ্ৰগামী বিদ্যা নিকেতন এর ২ জন শিশু শিল্পী মোহনা জান্নাত মুন ও অনুষ্কা শীল এর নাচ সকলকে মুগ্ধ করে পরে ফলিয়া একতারা বাউল সংগঠন এর পেচালী ছিল আকর্ষনীয়।


অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here