চিকিৎসক দলসহ ১৭ সদস্য নিয়ে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

25
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

দৈনিক আলাপ ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হবে। কাতারের আমীরের দেওয়া রাজকীয় এয়ার এম্বুলেন্সে চিকিৎসকসহ মোট ১৭ জন তার সফরসঙ্গী থাকবেন।

কারিগরি ত্রুটির কারণে এয়ার এম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তার ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা কমলেও হৃদযন্ত্রসহ একাধিক সমস্যা এখনও রয়েছে।

এদিকে তাকে নিতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here