আটঘরিয়ায় (পাবনা) প্রতিনিধি : দেবোত্তর ইউনিয়ন আমরাই পারি নাগরিক জোটের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে উপলক্ষে প্রতিপাদ্য ‘‘কমলা রঙের বিশ্বে নারী-বাধার পথ দেবেই পাড়ি” এবং ‘‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি”শ্লোগান কে সামনে রেখে বুধবার সকালে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬দিনের পক্ষকাল ব্যাপী কর্মসূচী উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে উপজেলার মতিঝিল বাজার ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাঈমিনুল হোসেন চঞ্চল, মতিঝিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, শিক্ষক ইমদাদুল হোসেন, একরামুল হোসেন বেলাল হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, আবুল হোসেন, সালমা খাতুন প্রমূখ।
মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের দেবোত্তর ইউপি চেয়ারম্যান মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন দেবোত্তর ইউনিয়ন আমরাই পারি নাগরিক জোট ।
সার্বিক পরিচালনায় ছিলেন আমরাই পারি এফ এফ আবুল কালাম আজাদ।