এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

21
সংগৃহীত ছবি

দৈনিক আলাপ ওয়েবডেস্ক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল সাম উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ পেয়েছেন।

আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এতদিন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট ছিলেন। তিনি এনএসআই প্রধান পদে মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। এনএসআইয়ের দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় মেজর জেনারেল মোরশেদকে সরানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here