রাজনীতিবিদদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

20
সংগৃহীত ছবি

দৈনিক আলাপ ওয়েবডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন, পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না।

রোববার (১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পুলিশকে মারণাস্ত্র দেওয়া ঠিক হয়নি। এটা যেন ভবিষ্যতে না হয় সেটা দেখা হবে। এখন এ দেশে রাজনীতি করা সহজ হবে না। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, যারা পুলিশকে ব্যবহার করেছে, হুকুম দিয়েছে আমি চেষ্টা করব তাদের বিচারের আওতায় আনতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here