দৈনিক আলাপ ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এরইমধ্যে এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র। সোমবার (১২ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আরও বলেছেন, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে। সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ দুই নেতাকে হত্যাকাণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা চলছে। হামাস, ইরান ও হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ পাঠানো হচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্র।
রোববার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। সেইসঙ্গে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এটা স্পষ্ট নয়, ইরান ইসরায়েলে হামলা নিয়ে সর্বশেষ কী পরিকল্পনা করেছে।