ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, চালক আটক

555

দৈনিক আলাপ ওয়েবডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনেটে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার চার যাত্রী নিহত হন।

আহত তিন জনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত‌্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এছাড়া চালকসহ ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান পুলিশ সুপার আল আমিন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here