ছেঁড়া জামা নিয়ে বিতর্কের পর কী বললেন উর্বশী রৌতেলা?

29

দৈনিক আলাপ বিনোদন ডেস্ক : অভিনেত্রী উর্বশী রৌতেলাকে নিয়ে গত কয়েক দিনে বিতর্ক কম হয়নি। কান চলচ্চিত্র উৎসবে তাঁর পোশাক নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। বিদেশে গিয়ে মন ভাল নেই উর্বশীর l

আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী উর্বশী রৌতেলা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর সাজ পোশাক নিয়ে বিপুল সমালোচনাও হয়েছে। তাঁর দুই সাজই পছন্দ হয়নি অনুরাগীদের। সমাজমাধ্যমের পাতায় উর্বশীর সাজ নিয়ে হয়েছে বিস্তর কাটাছেঁড়া। তবে লাল গালিচায় হাঁটার পরেও মন ভাল নেই অভিনেত্রীর। মায়ের জন্য মন খারাপ তাঁর। এত দিন তিনি যেখানেই গিয়েছেন সর্বত্র সঙ্গী ছিলেন মা। কিন্তু এই বছর আর তাঁকে সঙ্গে করে নিয়ে আসতে পারেননি। তাই বার বার মায়ের কথা মনে পড়ছে উর্বশীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই বললেন অভিনেত্রী। কিছু দিন আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করা খুবই অসুবিধা। সেই কারণেই ফ্রান্সে নিজের সঙ্গে মাকে নিয়ে আসতে পারেননি অভিনেত্রী। সেই ক্ষোভও প্রকাশ করেছেন উর্বশী।

তিনি বলেন, “মা-ই আমার অনুপ্রেরণা। মর্মান্তিক দুর্ঘটনার জন্য হুইলচেয়ারে আটকে তিনি। কিন্তু এই কঠিন সময় মায়ের মনের জোরই আমায় অনেকটা এগিয়ে দেয়।” উর্বশীর পরিবারের কেউ চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন। ফলে এই যাত্রা মোটেই মসৃণ ছিল না। তাঁর এই কঠিন পথে একমাত্র সঙ্গী ছিলেন মা। তাই কান চলচ্চিত্র উৎসবে মা-কে সঙ্গে না নিয়ে আসতে পারার জন্য অনুতপ্ত উর্বশী। প্রসঙ্গত, এই উৎসবে দু’দিন যে পোশাক পরেছিলেন অভিনেত্রী তা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

প্রথম দিন তোতাপাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন। হাতেও ধরেছিলেন তোতাপাখি। দেখে চক্ষু চড়কগাছ সকলের। উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক-বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকের উদ্দেশে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যস, দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ ছবিতে ‘দাবিড়ি দিবিড়ি’ নেচে তিনি বিতর্কের শিরোনামে। চর্চা যেন আর পিছু ছাড়ছেই না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেন উর্বশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here