দৈনিক আলাপ বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও খ্যাতি আছে তাঁর। ঢাকা শহরজুড়ে করোনার প্রকোপ, তাই এবার নায়িকার ঈদ কাটবে ১১১ কিলোমিটার দূরের শহর ময়মনসিংহে।
নিজেদের ফার্মহাউসে ঈদ করবেন নুসরাত ফারিয়া, যেখানে একটু অবসর পেলেই ছুটে যান তিনি। এনটিভি অনলাইনকে ফারিয়া জানিয়েছেন, ‘গতকালই ময়মনসিংহে চলে এসেছি। এখানে আমাদের ফার্মহাউসে আমরা পরিবার নিয়ে ঈদ করব। আমি একটু সময় পেলেই এখানে চলে আসি, আমার ভক্তরা জানেন।’
ঈদের শপিং প্রসঙ্গে নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘ঈদের অন্যতম আনন্দ শপিং। এবারের ঈদে আমি নিজের জন্য কোনো শপিং করিনি। তবে পরিবারের মানুষের জন্য কিছু উপহার কিনেছি।’
নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে। ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’সহ কলকাতার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এই চিত্রনায়িকার।
এ ছাড়া সেপ্টেম্বরে অংশ নেবেন বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে, যেখানে তিনি অভিনয় করছেন শেখ হাসিনার একটি চরিত্রে।