শুভেন্দুকে‘গো ব্যাক’ স্লোগান,মিছিল না-করেই ফিরলেন বিরোধী দলনেতা

17

দৈনিক আলাপ আন্তর্জাতিক ডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে বুধবার বিকেলে তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। বুধবার বিকেলে বারুইপুরে রাসমাঠ থেকে পুলিশ সুপারের দফতর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির। ওই কর্মসূচিতে বিজেপি বিধায়কদেরও থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই পদযাত্রা বাতিল করল বিজেপি। বিকেলে শুভেন্দু বারুইপুরে ঘোষিত কর্মসূচির জন্য পৌঁছোতেই উত্তেজনা বৃদ্ধি পায় এলাকায়। তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বিবাদ বেধে যায়। শুভেন্দুর অভিযোগ, তিনি সেখানে প্রবেশ করার সময় তাঁর গাড়িতে হামলা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, ওই সময়ে বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। ঘটনার প্রতিবাদে হাই কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার বিজেপির কর্মসূচির দিনেই বারুইপুরে ‘পাল্টা’ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। পুরাতন বাজার এবং শিবানী পীঠ এলাকায় অবস্থান বিক্ষোভ চলছিল তৃণমূলের। দুই রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় যথেষ্ট পুলিশও মোতায়েন ছিল। এরই মধ্যে বিকালে শুভেন্দুর অভিযোগ, তিনি বারুইপুরে পৌঁছোলে গাড়িতে হামলা চালানো হয়েছে। শুভেন্দু এলাকায় প্রবেশের সময়ে তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় এবং কালো পতাকাও দেখানো হয়। এ ছাড়া ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে অভিযোগ বিজেপির। তাদের দাবি, ওই ধস্তাধস্তির সময়ে বিজেপির কয়েক জন কর্মী আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here