🌺তবুও আমরা মানুষ”
রীতা ধর
রক্তের হোলিতে সাজানো মহাযজ্ঞ
সুদর্শন বিবেক হাতে অবিরত ঢালছি
হৃষ্টপুষ্ট মানবতা,,,
স্ফুলিঙ্গের মতো ফিনকি দিয়ে বেরিয়ে
আসে প্রেম, দাঁত কেলিয়ে ঝলসে
যায় ভাতৃত্বের সহানুভূতি;
তবুও আমরা মানুষ এখনো!
মহাযজ্ঞকে ঘিরে এক নির্লিপ্ত হাহাকার
আকাশ বাতাস ভারী হয় কুলক্ষণা দৃষ্টিতে;
অশুভ প্রেতাত্মার নষ্ট রক্তে টগবগিয়ে
জ্বলছে যজ্ঞের আগুন।
হিংসার আগুনে অবারিত পুড়ছে হৃষ্টপুষ্ট মানবতা
স্বহস্তে আত্মাহুতি দিই হৃদয়ের সম্পদ;
অমানবিক রক্ত পিপাসুরা লকলকে জিহ্বায়
গ্রাস করে নেয় ভালোবাসার আহুতি।
বিবেকের বোধিবৃক্ষ শানিত হয় অহংকারী ডালপালায়,
তবুও আমরা মানুষ এখনো!
অদৃশ্য এক ভুতুড়ে হুংকারে কম্পিত হয় অন্তরাত্মা,
নষ্টদের মিছিলে যোগ হয় পিতার স্নেহ, সহপাঠীর সৌহার্দ;
রাতভর নির্ঘুম জেগে থাকে মায়ের আঁচল
কোথাও কেউ নেই;
নীরবে বুক ভাঙ্গে প্রকট আর্তনাদে।
নিঃশব্দে দিনে দিনে এই মহাযজ্ঞের রক্ত শিখা ছেয়ে যায় দিকে দিকে;
হাতে হাতে জ্বলে খুনের মশাল,
তবুও আমরা মানুষ এখনো;
প্রেতাত্মার মতো চির জন্মান্ধ মানুষ!