দৈনিক আলাপ ওয়েবডেস্ক: গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউরোপিয়ান ইউনিয়ন ও নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ‘আমরাই পারি ”এর আয়োজনে ঈশ্বরদীর বিবাহ নিবন্ধনকারী ও ধর্মীয় নেতাদের নিয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদের হলরুমে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “আমরাই পারি” উপজেলা নাগরিক জোটের সভাপতি আতাউর রহমান বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা,এ্যাডভোকেট শাহীনা পারভীন,ট্রেইনার গৌরাঙ্গ ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকুর রহমান । অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায় ও খ্রিষ্টান সম্প্রদায়ের ৩জন সহ মোট ২১ জন বিবাহ নিবন্ধনকারী ও ধর্মীয়নেতা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় সকলেই বাল্য বিবাহ প্রতিরোধ করার অঙ্গীকার করেন ।