কর্মীদের আন্দোলন শুরু করতে বললেন সেলিমা রহমান

578

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌ নির্দেশের অপেক্ষায় না থেকে কর্মীদের আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ আয়োজিত ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সেলিমা রহমান বলেন, ‘আন্দোলন কখন জ্বলে উঠবে তা বলা যায় না। কারণ অনেক সময় ডাক না দিলেও আন্দোলন শুরু হয়ে যায়। আমাদের এখন আর বসে থাকার সময় নেই। এখন ঘুরে দাঁড়াবার সময়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দায়িত্ব আমাদের ওপরে। কারো নির্দেশনার অপেক্ষায় না থেকে আমাদের নিজেদের একটা সৈনিক হয়ে আন্দোলন শুরু করতে হবে।’

বর্তমান সরকারকে উদাসীন সরকার মন্তব্য করে তিনি বলেন, ‘একটা দেশের জনগণের স্বাস্থ্য, শিক্ষা, বিদেশে কর্মসংস্থানসহ সবকিছুই সরকারকে দেখভাল করতে হয়। কিন্তু এই সরকার উদাসীন। তারা এসব সমাধান না করে শুধু ক্ষমতায় থাকতে চায়। মানে এক দেশের এক নেতা হয়ে থাকতে চায়।’

সেলিমা রহমান বলেন, ‘বাংলাদেশে আগে ২ কোটি বেকার ছিলো। এখন আরো ২ কোটি বেকার হয়েছে। অথচ সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। করোনাকালীন এ সময়ে চিকিৎসার অভাবে অসহায় মানুষ রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে, মানুষ মারা গেলে তাদের লাশ কেউ দাফন করছে না। এছাড়া দেশে কোনো চাকরি নেই। যার কারণে মানুষ শহর ছেড়ে গ্রামে যাচ্ছে। এসব কিছুর জন্য একমাত্র সরকারের উদাসীনতাই দায়ী। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করলেও এখন পর্যন্ত তাদের ভিসার মেয়াদ পুনরায় নিবন্ধন করা ‌হয়নি। এগুলোর দায়ভার সরকারকেই নিতে হবে।’

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here