-: বিদায় -বেলায় :-
মোহাম্মদ আলী চৌধুরী
আজি এ রজনী প্রভাত হলে চলে যাব বহু দূর,
তাই কি সজনী বিদায় বেলায় বাজিছে করুণ সুর।
যেন মনে হয় সকল ধরণী আজিকে ব্যথার ভারে,
পিছন হইতে রাখিছে টানিয়া, থেকে থেকে বারে বারে।
ডাকিছে আজিকে কোয়েল,দোয়েল বনের পাখিরা যত,
চোখের আজিকে খুলিছে বাঁধন, জল ঝরে অবিরত।
চলে যাব দূরে ভাবতেই আজ হৃদয়ের মাঝ খানে,
বিরহ ব্যথায় যেন মনে হয় কঠিন ছুরিকা হানে।
কেমনে তোমার বাহু লতা হতে নিজেকে মুক্ত করি,
কালকে প্রভাতে এ ঘাট হতে উজানে ভাসাবো তরী।
তোমার চোখের আড়ালে যেতে মোর মন নাহি চায়,
আলতা হইয়া জড়াইয়া রব তোমার দুইটি পায়।
তোমার সিঁথির সিঁদুর হইব,দুগাছি হাতের নোয়া,
হারের লকেটে ঝুলিয়া রইব, পাইব বুকের ছোঁয়া।
তোমার চোখের কাজল হইব,অতি কালো মিসমিসে,
হরেক রকম পালিশ হইয়া, ঠোঁটেতে রহিব মিশে।
যদি কভু প্রিয়া,আসিগো ফিরিয়া,নিজের মুখটি ঢেক,
কাঁচ রং টিপ,নয়ত আমারে টিকলি করিয়া রেখ।
যদি নাহি পর কোনো আভরণ,না টানো কাজল রেখা,
রঙ্গিণ সুতায়, নক্সি কাঁথায়,আমারে করিও লেখা।
বাদলার রাতে বুকের বসন যদি গো ভিজিয়া যায়,
তোরঙ্গ হতে কাঁথাটি নামিয়ে জড়ায়ে রাখিও গায়।
গরম আসিলে পরম আদরে ভাঁজ করে রেখে দিয়,
কোমল হাতের পরশ পাইয়া ধন্য হইব প্রিয়।
ওই দেখ ভোর হয়ে এল আজ ডাক শুন ডাহুকির,
গোলাপের বাগে বুলবুলি ডাকে,ওঠো ওঠো মুছাফির।
আজ যাই প্রিয়া যেওনা ভুলিয়া হাজার লোকের ভিড়ে,
তোমারি আছিগো,তোমারি থাকিব, আবার আসিব ফিরে।
রচনা কাল:-
০৮/০২/১৯৭২
লেখক প্রাক্তন জেনারেল ম্যানেজার (Pubali Bank Limited)