সন্ধ্যা
—-ধ্রুব
(শেষ পাতার কবিতা গ্রুপে সাপ্তাহিক সেরা কবি ধ্রুব )
এখানেও সন্ধ্যা নামে,
সহস্র বছর অযত্নে পড়ে থাকা সন্ধ্যা।
বিকেলের পরিপাটি আদিম সভ্যতা আর আমি
বসে থাকি পাশাপাশি শ্রেষ্ঠ দম্পতির মতো।
হঠাৎ উড়ে আসে অল্প বিস্তর বেওয়ারিশ হাওয়া,
গাছ নড়ে, পাতা পড়ে, ঝরে পড়ে নিয়ন আলো।
সে এক তীব্র হাওয়া,
আত্মার সম্মোহক লেলিহান ধুপ করে নিভে যায়!!
মুছে যায় জীবনের কোটি পথ।
অতৃপ্ত হন্তারক ঘুরে ফিরে চারপাশে,
কানে কানে বলে যায়,
হে যুবক,”আরো দু-ইঞ্চি জীবন যে বাকি রয়ে গেলো”।