“অচেনা রাস্তা”কবিতাটি লিখেছেন প্রতিভাধর তারুণ্যের কবি –সৈয়দা কামরুন্নাহার শিল্পী ।

2232
“অচেনা রাস্তা” কবিতাটি লিখেছেন প্রতিভাধর তারুণ্যের কবি --সৈয়দা কামরুন্নাহার শিল্পী ।
তারুণ্যের কবি --সৈয়দা কামরুন্নাহার শিল্পী

অচেনা রাস্তা

              সৈয়দা কামরুন্নাহার শিল্পী

বাইরের রাস্তাটা
আমার ঠিক চেনা না তেমন!
মাঝে মাঝে তাই প্রতীক্ষার তীব্র আক্রমণ
সব অচেনা রাস্তার উপর।
ঠিক তেমনি কখনো
কখনো কবিতার রাজ্য
হতে আমার কিছুটা ভাঙা
পাঁজর তোমার বুকে স্থান
পায় আমার অজান্তে।

তুমি অন্ধকারে থেকে গেলে
শীতের দেশের মতো
পশমি কাপড়ে জড়িয়ে–
অবিশ্বাস্য হলেও সত্য
আমার নিঃসঙ্গ গভীর
রাত জাগা ললাট জুড়ে
সেই পুরনো ক্ষত–
প্রতিবিম্ব হয়ে আমায়
আঘাত করে আজও!

শুধু হলো না অচেনা
রাস্তাটায় পাশাপাশি হাটা
তোমার হাত ধরে–

আজ নির্মম নিঃসঙ্গ নির্বাসন আমার
সিংহাসন দিয়েছো আমায়
রাজত্ব দিয়েছো আমায়
মন্ত্রী দিয়েছো আমায়
কিন্তু তারা বিশ্বাসঘাতক!
মীরজাফরের চেয়েও কম
কিছুতে নয়!

আজ তারা বড় স্বার্থপর
আমার কাছে বড় অচেনা
মনে হয়
যা তুমি দেখে গেছো
কিছুটা হলেও—

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here