কলমযোদ্ধা জেড আর মন্ডল এর স্বরবৃত্তে লেখা কবিতা “ঢুকলে মনে পাপ ”

463
কলমযোদ্ধা জেড আর মন্ডল এর স্বরবৃত্তে লেখা কবিতা “ঢুকলে মনে পাপ ”

ঢুকলে মনে পাপ

জেড আর মন্ডল

মনে যদি কারো,ঢুকে যায় পাপ
একবার,
তিনি পূণ্য ভেবে,করেন পাপ
বারবার।

পাপী হলে,লাজ শরম হয় যে
হাসি ঠোঁটে,
নেতার ভানে,ভাব দেখিয়ে খায়
লুঠেপুটে।

আম জনতার, নম্র ভাষায় ছিল
মাধুর্যতা,
টাকার নেশায়, দেখলো তারা পাপীর
কদর্যতা।

অবক্ষয়ে, অর্থের কাছে সত্য
নত আজ,
সরল পথে পাপের গলি, বাহ্ কি
চমৎকার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here