তোমাকেই বলছি জননী
জেসমিন জাহান
প্রেরণা আর ভালোবাসার দ্যুতি ছড়িয়ে
আঁধারে জ্বেলেছো আলো বাংলার ঘরে
দুঃসময়ে পাশে থেকে জুগিয়েছো সাহস
অস্থির কপালে দিয়েছো মমতার প্রলেপ।
বুক চিরে হৃদপিণ্ড নিয়ে গ্যাছে হায়েনারা
তবু লড়াই করে গ্যাছো চতুর কৌশলে
ইঁদুর-বিড়াল খেলায় ছিলে স্থির অবিচল
সুক্ষ্ম বুদ্ধির খেলায় ধরাশায়ী কূটকৌশল
কী দারুণ আশ্বাসে পিতার অস্থির চিত্তে
যুগিয়েছো দৃঢ় মনোবল,আশা-আকাঙ্ক্ষা।
মহীয়সী,তোমাকেই বলছি জননী আমার
মায়ার আঁচলে বেঁধেছিলে সন্তানের মতো
এ দেশের কোটি মানুষের প্রত্যাশার বীজ
লালন করেছো মনের গভীরে ভালোবেসে
সময়ের সাথে হয়ে উঠেছো যোগ্য জায়া
কঠিন সমরে দিয়েছো বিচক্ষণতার পরিচয়।
হিংস্র পশুর থাবায় এগিয়ে দিয়েছো জীবন
মরণের হাতছানি নত করেনি একবারও
বন্ধন-মুক্তির গানে তুমি ছিলে সুরদায়িনী
কল্যাণী, তোমাকেই বলছি জননী আমার।