ঝুলন
মহুয়া ব্যানার্জী
এমনই বরষা ছিল সেদিন।
বারান্দায় চায়ের কাপ আর
মনের ভেতর ঝড় তুফান।
আলিঙ্গনে সিক্ত শরীর
উষ্ণতার খোঁজে হৃদয়পুর।
ভুলে যাওয়া সবক্ষণ জেগে
ওঠে মানসপটে যেন শিশিরবিন্দু।
আশার দোয়েলপাখী উড়ানের
ব্যর্থ প্রচেষ্টায় বার বার ডানা ঝাপটায়।
তবুও মেঘ সরে চাঁদ দেখা যায়-
জ্যোৎস্নাপ্লাবিত চরাচরে রাধা সুরে
মোহনবাঁশি ডাক দেয় সর্বনাশের।
সব অমোঘ আকর্ষণ সঠিক তখন।
জগতে তখন সব কিছুই স্থির।
কালো প্রশস্ত বুকে
বিদ্যুৎশিখার নিশ্চিত আশ্রয়…
আকাশ বাতাস জুড়ে গান বাজে-
‘আও সখী আজ ঝুলত ঝুলনা,
সব নারী সেই ক্ষণে গোপবালা,
সব ঋতুই তখন ঝুলনের।