ওপার বাংলার কবি অনিকেত মহাপাত্র এর কবিতা “শোক-শিল্প”

647
Doinik-Alap-Poem-Kobi-কবি-অনিকেত-মহাপাত্র-Kobita-কবিতা-শোক-শিল্প
কবি অনিকেত মহাপাত্র

শোক-শিল্প

অনিকেত মহাপাত্র

 

সময়টা খালি অবিচুয়ারি লেখার,
সময়ও দিয়েছো হাতে,
লেখার মত।
সেই সঙ্গে ড্রাফট হয়ে যাচ্ছে নিজেরটাও,
ফর্মাটে ফেলে নাম ধাম পাল্টে
ক্যাটাগরিটা মিলিয়ে নিলেই হলো
সাহিত্যিক নাকি ইতিহাসবিদ কিংবা অভিনেতা,
আম লোকের তো আর বালাই নেই
এই সবের,
শোক ত্রাসের রূপে আসে মুহূর্তে,
ঢাকার প্রাণান্তকর প্রচেষ্টা,
শোক আপদের গল্প।
শোককথা আর এক প্রকরণ
অমিত সম্ভাবনা সহ
হয়তো জীবিতেরাও শেষ ইচ্ছায়
একটা ভালো অবিচুয়ারির আবদার করবে।
শোক জ্ঞাপন নিয়ে অলিখিত রেষারেষি
পর্দায় পর্দায়
কত সেলিব্রিটি শোকে আছাড়-পাছাড় খেলো,
শেষ যাত্রায় কত লোক
নিজেদের আগাম যাত্রার চিত্রনাট্য
লিখে নিতে পারবে , বড় সহজে।
শোক শিল্প হয়ে যায়,
মৃত্যু তখন বেশ মায়াময়
গৌরব শুধু বিজয়ে
যে বিজয় মৃত্যুর যাত্রার ঘ্রাণ শুষে নিয়ে নিয়ে
অমৃতের স্বাদ পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here