অনন্ত
নির্মাল্য ঘোষ
একটা বিভ্রান্তি আঁকতে আঁকতে শতাব্দী পেরিয়ে গেল আলগোছে
আমি যা চাই সবটুকু আছে…
তাহলেও কিছু কিন্তু ঘুরে বেড়ায় আনমনে
বাইরে তাকালেই সর্বস্বান্ত..
যে এক টুকরো প্রাণ তোমার মধ্যে আছে…
আমার বড় প্রিয়..
আর শক্তিকে আয়ত্ত করতে করতে আমি বড় ক্লান্ত…
নিঃস্ব…
আমি অনন্তে একটি একটি করে চারাগাছ বুনেই চলেছি..
জানো তো আমি এখন অনন্তকে নিয়ে শুতে যাই প্রতিদিন…