“কেউ না কেউ আছে ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার সাহিত্যের অন্যতম সারথি নওরোজ নিশাত

507
“কেউ না কেউ আছে ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার সাহিত্যের অন্যতম সারথি নওরোজ নিশাত

কেউ না কেউ আছে

নওরোজ নিশাত

কে বললো কেউ নেই আমার
আমার বিশ্বস্ত বিষাদ আছে
বন্ধুবৎসল কষ্ট আছে
আর প্রেমিক অন্ধকার আছে ।

কেউ না কেউ আমাকে সঙ্গ দেয়

আমাকে গভীর থেকে আরো গভীর
বিষণ্নতার গহ্বরে নিয়ে যায়

আমার পাঁজরে গুঁজে দেয়
এককিত্বরের বিষ মাখানো তীর।

ভিতরে ভিতরে অসুস্থ বোধ করলে
ওই একমাত্র শত্রু একফালি চাঁদ
আমাকে আরোগ্য দান করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here