তারুণ্যের কবি-তানজিন আক্তার’র কবিতা “নিখোঁজ”

428
তানজিন আক্তার'র কবিতা “নিখোঁজ”

নিখোঁজ
তানজিন আক্তার

তুমিটা, তুমি রয়ে গেলে –
তুমিটা আর ;আমি হয়ে ওঠতে পারলে না।
হঠাৎ ; তুমিটার অনর্থক, ইন্দ্রজাল এ আটকে যেতে নিয়েছিলাম-
ভাগ্যিস!
ঠিক তখনি, একটা কেউ এসে আমায় নিয়ে উধাও……..
তাহারই ছায়াতলে; রয়েছি এখন বেশ!

তুমি, তুমি, তুমি করে করেছি কতোই না পাগলামি…
ছিলো সবটাই বয়সের কারবারি।

তুমিটার নেই কোনো আর; অন্বেষণ-
বেশ, ভালোই হয়েছে-
আমি উধাও! তুমিও নিখোঁজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here