দু’জনার সম্পর্ক
রীতা ধর
নক্ষত্র খচিত তারাভরা একটি
রাতও নির্ঘুম কাটালেনা
আমার নিভৃত বিজন ঘরে,
একটিবারও দেখা হলো না
জোছনা বনে জোনাকির উল্লাস,
অথচ কতো সোহাগে বলেছিলে
এ রাত শুধু দু’জনার।
কতো সোহাগে তোমার আংগুল
ছুঁয়েছিল মেঘের ষোড়শী ব্যাকুলতা,
তুমি ছিলে,আমিও ছিলাম
নীল আকাশে রঙধনুর গায়ে
মনের বিভাসে এঁকেছিলে আমায়।
কালো মেঘে মিলিয়ে গেলো পলকে;
অথচ কতো সোহাগে বলেছিলে
এ আকাশ শুধু দু’জনার।
তিরতির করে নেমে এলো শ্রাবণ,
আমার সমস্ত শরীর ভিজিয়ে
উত্তুঙ্গের মতো গড়িয়ে গেলো নদীর জলে।
শ্রাবণের স্রোতে ভাসা তুমুল নদী
ছোঁয়া হলো না উন্মত্ত প্রেমে;
অথচ কতো সোহাগে বলেছিলে
এ মহাসমুদ্র শুধু দু’জনার।
কোনভাবেই কোন সম্পর্ক
তৈরী হলো না আমাদের,
বুকের আসনে অবিরাম পোড়ে
বেদনার ধুপ,মেঘের ভাঙ্গনে
ভাসে অশ্রু সাগর;
অথচ কতো সোহাগে বলেছিলে
এ হৃদয় টা শুধু ই তোমার ।