আশ্চর্য মানুষ
অর্ণব আশিক
কখনো কখনো মানুষ কিছুই চিনেনা
না চিনে বর্ষা না চিনে শ্রাবণ
শুধুই ফাগুন দেখে কদাচিত
বৃষ্টির ফোটায় করে স্নান,
শীতের পরন্ত বিকেলে দেখে হলদে পাতার উড়াউড়ি
দূর সন্ধ্যায় অন্ধকার বসন পাল্টায় ঝিঁঝিঁ পোকা ডাহুকের ডাকে, ভাবে এটাই জীবন।
বসন্ত এলে সব নয়নাভিরাম ভাবে
দেয়ালে সবুজ শেওলাকে ভাবে জীবনে লেগেছে রঙ
নারী দেখলে নদী, ঝর্না দেখলে নারী
নীল আকাশ তাকে পোড়ায় বৃষ্টি জলে হয় চেনাশোনা
নারী ও পুরুষ উভয়েই জীবনের অন্ধিসন্ধি খুঁজে মরে
একদিকে চিতা মাঝখানে নদী অন্ধকার।