গলি দিয়ে চলে যায় হেঁটে
– অমিতাভ মীর
তখনও আকাশে ছিলো সাদা বকের পাখার মত শরতের মেঘ,
নদীর জলে ছায়া ফেলে উড়ে গেছে হংস সারির দল।
কাশের বনে বাতাসের নৃত্য পাগল উচ্ছ্বাস,
গোধূলির শেষ আলোটুকু দিগন্তে ছড়িয়ে গেলে;
এক চিলতে রক্তিম আলোর বুক বেয়ে ঝরে পড়ে-
অনন্ত বিরহের জমাট বাঁধা সকরুণ দীর্ঘশ্বাস।
এখনও এখানে আগমনী গেয়ে আসে শরৎ রাণী,
মাঠে মাঠে দোলা দিয়ে যায় হেমন্তের সুবাসিত হাসি,
পরিযায়ী পাখির দল ঠিকানা খোঁজে জলধির বুকে;
হিম ঝরা রাতের শিশিরের সাথে শিউলির মাখামাখি।
নির্ঘুম রাতের শেষে আরেকটা দিনের আগমন,
ছিন্ন বীণার হৃদয়ের ক্ষতে অবিরাম রক্তক্ষরণ।
হৃদয়ের সব অলিগলি ঘুরে নোঙর ফেলি সৈকতে,
প্রেম শিখা জ্বেলে বুকে প্রিয়জন লুকালো কোথায়?
অনন্ত পিপাসা বুকে, তপ্ত প্রাণ এই যাবে বুঝি ফেটে,
বোঝে না যে, বোঝে না সে, গলি দিয়ে চলে যায় হেঁটে।
এই বুকে ছিলো একদিন তাও গেছে বুঝি আজ ভুলে,
তার মনের অলিন্দে আশালতা নিরাশায় আছে ঝুলে।