আমার জিজ্ঞাসা
——তুলোশী চক্রবর্তী
তুমি আমার ভাবনায় রাজপুত্র
আমার মনের হৃদয় স্থানে
তুমি তো ভ্রাতৃসম বন্ধুগনে
রাখো সদাই যতনে,
বহু বর্ষা রাত্রির কলধ্বনিতে
খুঁজেছি তোমায়
আমাদের ছেড়ে তুমি
গেলে গো কোথায়?
অন্তরালে কেঁদে কেঁদে
বক্ষ ফেঁটে যায়
বলো না ওহে প্রিয়তম
ফিরবে কবে তুমি হেথায়?
তব খোঁজে আজ আমি বনবাসী
গভীর বন মাঝে
কিন্তু নেই কোনো ব্যাথা
এই অন্তরের ভাঁজে,
আমি যে আমার মনের মন্দিরে
রেখেছি তোমারই বিগ্রহ গড়ে,
পুস্পাঞ্জলি নিবেদন করি তাতে
আমি কি পারিনা তব প্রিয়তমা হতে?
ধনলোভে ,রাজ্যলোভে চাইনিতো
মম কাছে তোমারে
তব নিকট একটি আবেদন
জাগিছে মম অন্তরে,
যেনো জন্ম জন্মান্তরে
বারে বারে
প্রান ভরে
দেখতে পারি তোমারে,
ফিরে এসো প্রিয়তম
আর কতো ঘুরবো দ্বারে দ্বারে
দেশে কি নেই সুখ?
কেনো চিরকাল রবে তুমি দেশান্তরে?