বিবর্ণ ক্যানভাস
লাকী ফ্লোরেন্স কোড়াইয়া
জ্বলছে তুষের অনল
নীরব দহনে তিলে তিলে
ভষ্ম হয় হচ্ছে রঙিন স্বপ্ন
পোড়া গন্ধ স্পর্শ করেনা
অনুভুতি বিহীন সোনার মহল।
হাতে তুলে নিই বর্ণহীন ভষ্ম,
রঙিন স্বপ্নগুল হাসেনা এখন
অশ্রুহীন লোচন-নির্বাক দৃষ্টি-
খুঁজে সোনালি অতীত!
ঠোঁটের কোণে বাঁকা হাসি
মিশে যায় খেতের আলের মত।
মুষ্ঠিবদ্ধ হাত চেপে ধরি
বিশাল সাদা ক্যানভাসে –
এলোমেলো ভাবে হাত
চালে ইজেলে,
ক্যানভাস জুড়ে আঁকব
পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম –
যেখানে থাকবে না কোন
চোখ ধাঁধানো রঙের প্রলেপ।
প্রতিটি আঁচড়ে ভাঙবে
হাজার বছরের পুরানো সভ্যতা,
সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে
পাহাড়ের পাদদেশে,
বদলে দিবে ক্যানভাসের ভাষা।
হে আগামী প্রজন্ম
নবীন কবি,শিল্পী -নির্মাতা,
তোমাদের জন্য রেখে যাব
প্রশ্নে জর্জরিত এক –
বিবর্ণ ক্যানভাস!