জন্মগত স্বভাব
~সৈয়দা ইয়াসমীন
দুনিয়ার এই বিশাল রঙমঞ্চে এখনও
আনাড়ি ই রয়ে গেলাম।
সততা,বিবেকবোধ সবকিছুতেই শুধু পিছু টানে।
চাটুকারিতা আর তোষামোদী করে বিনা শ্রমে
কতো মানুষ ঢ্যাং ঢ্যাং করে সামনে চলে গেলো।
আর আমি, ব্যাচারা বিবেকবোধকে নিয়ে
সেই পুরনো জায়গায়ই আনন্দে পড়ে রইলাম।
আহারে বিবেক!উল্টা-পাল্টা কিছু করতে গেলেই
ঘুমন্ত বিবেক মাথাচাড়া দিয়ে উঠে।
কতোবার ভেবেছি অন্যদের মতো পেছনের সাড়িতে
বসে শুধুই মজা নিবো কিন্তু পারলাম কই?
জন্মগত স্বভাব কি আর পাল্টানো যায়?
এখনও মনে পড়ে
ক্লাসে প্রথম হয়েছিলাম বলে আমার কাছের
বান্ধবীটা যখন আমার সামনে বসে কাঁদছিলো আর আমার উপর রাগ দেখিয়ে অপমানের শব্দ ছুঁড়ছিলো
আমি তখন অনুশোচনাবোধে পুড়ছিলাম আর
ভাবছিলাম, কেন ক্লাসে প্রথম হলাম?
দ্বিতীয় হলেই ভালো হতো, এই মেয়েটা
এতো কষ্ট পেতো না।
সে ভাবনায় যদিও কিছুটা পরিবর্তন এসেছে
পেছনের বেঞ্চে বসে মজা নেওয়ার স্বভাবটা
আজও গড়ে তুলতে পারিনি।
কাজে লাগলে আজও আপন পর ভুলে যাই
কাজটা সঠিক হওয়া চাই।
দায়িত্ব নিলে, সে দায়িত্বটা সঠিকভাবে পালন করা চাই।
কাজটা সঠিক করতে করতে এক সময়
নিজেকেই আবিস্কার করি শূন্যের একেবারে বৃত্তে
কাজ করি আমি আর মাঝখানে উড়ে এসে জুড়ে বসে,ফল ভোগ করে অন্যরা।
এই জন্মগত স্বভাব কেমন করে পাল্টাই!!