ডাক পিয়ন
মুনমুন দেব ।
এক ডাক পিয়নের অপেক্ষায় নৈঃশব্দের লোভেরা
জেগে থাকে বহুদূর টাওয়ারের চূড়ায়।
কে বলে থামে না সময় ! থেমে গেলে দেয়ালে ঘড়ি!
প্রখর রোদ এড়িয়েও লুকায় দু একটা জল বিন্দু
পারদের গায়ে কতটা ঠুসে দেওয়া যায় উত্তাপ!
বিশ্বাসে ছিড়ে যায় নিঃশ্বাস তবুও বিশ্বাস
হাপিয়ে উঠে অতঃপর ছুটতে থাকে
নাগরিক কোলাহল পেরিয়ে নৈঃশব্দের বন
অবিরাম মৌন চিৎকার, কালা কান দেখে
শুকনো পাতার চোখে লেগে থাকা রক্ত ফোঁটা
অবশেষে…
ফিরে আসে নিজেরই নিঃশ্বাসের ঠিকানায়।