আঁধার মনের আলো
শারমিন আ-ছেমা সিদ্দিকী
আমার আঁধার মনে আলো জ্বেলে
তুই যে এলি ভবে,
চক্ষু মেলে হৃদয় দিয়ে
দেখত তোকে সবে।
শান্ত শিষ্ট ছিলি তুই যে
ছোট্ট পুতুল খানি,
ধীরে ধীরে উঠলি হয়ে
সবার চোখের মনি।
মেয়ে মানুষ নয়কো শুধুই
মানুষ হয়ে রবি
অমানুষদের দেখতে পেলেই
চেপে ধরবি টুটি।
আদর্শকে লালন করে তুই যে
অ-নে-ক বড় হবি,
আমি যদি না-ও থাকি
দেখব তবুও সবই।