“চাই” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি নাসরীণ জাহান রীণা

380
“চাই ” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি নাসরীণ জাহান রীণা

চাই

নাসরীণ জাহান রীণা

একটা আকাশ চাই
নীল জমাবো বলে ।
একটা সাগর চাই
প্রেম ভাসাবো বলে।

একটু বাতাস চাই
স্বপ্ন উড়াবো বলে ।
ঢেলে সাজাতাম আশা
প্রথম প্রকৃতি পেলে।

একটা মন চাই
সুখ ছোঁয়াবো বলে।
একটা বুক চাই
দুখ ঘুচাবো বলে।

একটা বৃন্ত চাই
ফুল ফোটাবো যতনে।
একটা বাগান চাই
খুব ভরাবো ফাগুনে।

একটা শ্রাবণ চাই
জল ঝরাবো সাথে।
একটা সূর্য চাই
সোনারোদ দেবে প্রাতে।

একটা রজনী চাই
আঁধার দেবো তারে।
একটা দিনও চাই
যেনো আলো দিতে পারে।

একটা নদী পেতাম যদি
বইতে দিতাম তারে
কষ্টগুলো স্রোতের পরে
বইতো নিরবধি।

একটি পাহাড় দেখতে পারি
সাথে আরো মাটি
সহনে করবে খাঁটি
যদি ধৈর্য রাখতে নারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here