প্রতীক্ষা
শারমিন আ-ছেমা সিদ্দিকী
প্রভু তোমার সিয়াম পালনের প্রস্তুতি নিতে
জেগে উঠি আমি প্রত্যহ রমজানের রাতে।
টেবিলে করি সেহরির আয়োজন
তারপরে নিতে যাই জায়নামাজে আসন।
শেষ আসমানে আসো যখন তুমি
দু’হাত তুলে তোমায় ডাকি তখন আমি।
রহমতের সময় তুমি কাছাকাছি এসে
গুনাহ করো মাফ এ রমজানের মাসে।
ক্ষমা করো তুমি ওহে করুণাময়
দয়ার ভান্ডার তুমি ওহে দয়াময়।
বুক ভরা আশা নিয়ে তুলি শূন্য হাত
কবুল করো হে প্রভু এই মোনাজাত।
আখেরাতে দিও শান্তি পার করে পুলসিরাত
জাহান্নামের আগুন নিভিয়ে করো সবাইকে মাফ।
জিকির আজগার করি অন্তরে সব সময়ই
সারাদিনে আমি করি কাজ যতোই।
দিলের কোঠায় রেখেছি তোমায়
ওহে দিলের কারিগর
তোমার প্রেমে যেন থাকি মশগুল
আমি সারা জীবনভর।