অব্যক্ত কথামালা
মহুয়া ব্যানার্জী
যে কথা হয়নি বলা অথচ
বলব বলে ভাবি প্রতিদিন,
সে কথা বৃষ্টি হয়ে ঝরে পড়ে চোখে।
ভাবি নাকি দ্বিধাদ্বন্দ্বে নিজেকে
ছিন্নভিন্ন করে অপেক্ষা করি,
তোমার বুঝে নেওয়ার –
একতরফা ভালোবাসায় মন পড়া যায়না বুঝি?
অভিমানের আঁচড়ে ফুটে ওঠা
কথাগুলো ছুঁয়ে যেতে পারে না তোমায়?
অনর্গল নিজের ভেতর নিজের
কথা বলা তোমার ছায়ার সাথে …
অবিরল রক্তক্ষরণ হৃদয়ে…
সব উপেক্ষা করে তোমার
এগিয়ে চলা এক হৃদয় থেকে অন্য হৃদয়ে।
তারপর পড়ে থাকে যন্ত্রণা…
পাথরে স্তব্ধ ফসিলের প্রাণ।
উচ্চকিত উচ্চারণে তুমি অন্য
বাহুতে বন্দী হলে,
অব্যক্ত কথামালা নীরবে তিনহাত মাটির নীচে
আজও তোমার বুঝে নেওয়ার অপেক্ষায়।
অপূর্ব অসাধারণ 👌🏼👌🏼👌🏼👌🏼
thanks
Osadharon