আমি বাচতে চাই
গাজী মোসাঃ লতা ইসলাম
আমি বাচতে চাই ,
জানা নেই,পরিচয় নেই,
কে আমি?
বোবা ভাষা মুখে
পাথর চাপা কষ্ট বুকে
দু’চোখে ঝরে লোনা জল
তবুও যেনো মহাশয় এই আমি!
বলার ভাষা নেই আজ…
ফেলেছি হারিয়ে ধৈর্য্য শক্তি
যন্ত্রণা দহনে পুড়ে পুড়ে
শুধুই কষ্টের তীব্রতা,,,
করে যাই সঞ্চয়
তবুও যেনো মহাশয় এই আমি।
হাতে হাত কড়া আর…
দু’পায়ে শিকল পরে
চোখে দিয়েছি কালো চশমা
গলাতে পড়েছি ফাসির টাই…
তবুও ন:শ্বর ধরাতে আমি কেনো বেচে থাকতে চাই?
আমি বাচতে চাই ,
আমি বেচে থাকতে চাই।