কুন্তল ভরে নিও রৌদ্রময় দিন
রোজিনা রুমি
স্মৃতির অতলান্তে ডুবে থাকা শামুকের খোলস ভেদ করে বের হয়ে আসে মোহনীয় সুখ।
গোপনে বেঁধে নিও রৌদ্রোজ্জ্বল দিন
গ্রীষ্মের খড়তাপে আধপুড়া জল,
শরতের ক্যানভাসে আঁকা সাদা মেঘ,
প্রবল আকাংখায় কুন্তল ভরে নিও পুষ্প সম্ভার
আর সমস্ত অনুভূতি।
তারপর ছুঁরে দিও; ছুঁরে দিও সঞ্চিত সকল প্রদাহ।
কুন্তল ভরে গেলে,
দু’ চোখ নির্লিপ্ত করে ফিরিয়ে নিও দৃষ্টি, ক্ষতি নেই
কষ্ট পাবোনা।
শুধু কুন্তলে গেঁথে নিও রৌদ্রোজ্জ্বল দিন।
ফিরে যেতে চাও, তো ফিরে যাও
যেতে যেতে পশ্চাতে করুণার ছায়া হয়ে থেকো।
মরিচিকার মতো লেগে থেকো স্মৃতিতে।
অশরীরী সব চাওয়া পূর্ণ হয়ে গেলে
প্রস্থান অনিবার্য।
অবজ্ঞায় ফেলে যেতে চাও আমৃত্যু সঞ্চিত চূর্ণ বিচূর্ণ প্রেম
স্বপ্নভূক ষড়ঋতুর বহু কাঙ্খিত প্রহর।
অনাকাঙ্খিত এই ক্ষণ ভুলে যাবো
তৃপ্তির ঢেকুর তুলে উঠে দাড়াবো
বঞ্চনার ক্ষত আঁকড়ে নয়, সুচারু গন্তব্যের লক্ষ্যে
আমিও আবার অন্য কোন সহজ পথ ধরে হেঁটে যাবো।