সাগর তুমি মানবিক হয়ে উঠো – এই প্রত্যাশায় রুমকি আনোয়ারের “সাগর মানবিক ”এক অন্য বোধের জন্য দেয় ।

479
সাগর তুমি মানবিক হয়ে উঠো - এই প্রত্যাশায় রুমকি আনোয়ারের “সাগর মানবিক ”এক অন্য বোধের জন্য দেয় ।

সাগর-মানবিক

          রুমকি আনোয়ার

সমস্ত দিনের ক্লান্তি ফোঁটা ফোঁটা করে ঝরে
সন্ধ্যায় বাদুড়ের দুর্বোধ্য প্রলাপ –
ঘাসের ডগায় রোদের উত্তাপ ছোঁয় রাতের শিশির
জোৎস্নার বাড়ন্ত হাত পড়ে থাকে অবহেলায়
মৃত সাদা ঘোড়ার মত পড়ে থাকি নির্জীব ,
নোঙ্গর ফেলতে পারি কোথাও ফেলি না
কেবল অন্ধের মত ছুঁয়ে ছুঁয়ে দেখি জন্মের মহিমা
ভ্রাম্যমান জীবনের কাছে কেন দিতে চাও স্থিতি ।
কেন কেড়ে নিতে চাও অনন্তের সীমানা
সাগরে সবাই নাবিক , তবু দাম হাঁকে একে অপরের
ভালোবাসা সে কতদূর তোমাদের এ প্রশ্নের কাছে আসবো ফিরে
যদি সাগর তুমি হয়ে ওঠো মানবিক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here