কলমযোদ্ধা-জাহাঙ্গীর আজাদ’র অনন্য সৃষ্টি কবিতা “যখন জয়শ্রী”

306
যখন জয়শ্রী”
জাহাঙ্গীর আজাদ’র অনন্য সৃষ্টি কবিতা “যখন জয়শ্রী”

যখন জয়শ্রী

জাহাঙ্গীর আজাদ

যখন আঁধারে রাত্রির ভাঙে কূল
রাতের আয়নায় দূর-স্মৃতি দেয় হানা
স্মৃতিরা জ্বালায় স্বাতী তারকার দীপ
তারারা তখন ময়ূর পেখম মেলে
তুমি জয়শ্রী রাত্রির বিপরীতে,
রাত্রির চেয়ে দীঘল খোঁপাটি খোলো

যখন জোনাকী জুঁইফুল হয়ে ফোটে
জুঁইয়ের বৃন্তে হাসনুহেনার রাখী
রাখীর বাঁধনে ফুলের যুগল দেহে
মধুমাস আসে, মধুরাত ফিরে আসে
তুমি জয়শ্রী জোনাকীর বিপরীতে,
জোনাকীর চেয়ে সোনালী আঁচল খোলো

যখন জোছনা নদীজলে ঢালে সুধা
নদী হয়ে ওঠে জোয়ারের ক্রীড়নক
জোয়ারে ভাটায় উতল হাওয়ার ঢেউ
ঢেউ ধেয়ে আসে মনে বনে উপবনে
তুমি জয়শ্রী জোছনার বিপরীতে,
জোছনার চেয়ে শরীরী সুষমা খোলো

যখন স্বপ্ন লাল নীল বর্ণালী
নীল পরীদের নুপূরের রুমঝুম
বর্ষামুখর স্বপ্ন সজল রাতে
সুদূরের কোন সংগীত হয়ে ভাসে
তুমি জয়শ্রী স্বপ্নের বিপরীতে,
স্বপ্নের অধিক স্বপ্ন দুৃয়ার খোলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here