শ্যামা চক্রবর্তী`এর ভিন্নমাত্রার কবিতা“ধর্ষিত না-রী ”

390
শ্যামা চক্রবর্তী` এর ভিন্নমাত্রার কবিতা“ধর্ষিত না-রী ”

ধর্ষিত না-রী

        শ্যামা চক্রবর্তী

———————-
আমি কোন গল্প নয়,
আমি কোন কবিতা নয়!
এক ভোরের সকালে
তাজা খবরে আগন্তুক।
থানার কোন সেলফের
চাপা পরা ফাইলের বাছে থাকা
আমিও এক ধর্ষিত নারী!
রূপ-যৌবন মিশে গেছে
ঘন কালো অন্ধকার,
যুগ থেকে যুগান্তের
তুচ্ছ বস্তু!
চোখের কোণে ঘ্রাণা
আজন্মকাল বহমান।
ধ্বনিত শব্দ তুই ধর্ষিত তুই ধর্ষিত!
পদক্ষেপে পদক্ষেপে
কাটার ব্যাথা,
প্রেমবিহারীর আঁখিপাতে
নয় প্রেমের প্রতিচ্ছবি।
চাওয়ার নেই মনোরম সংসার
জীবন সাজিয়েছে পাশাখেলা!
দীর্ঘশ্বাসরুদ্ধকর যন্ত্রণা
বেঁচে থেকেও মৃত কোন ব্যক্তি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here