সখের রাজকন্যা
শারমিন আ- ছেমা সিদ্দিকী
সেদিন ছিল ঈদে মিলা দুন নবী
ভেসে আসলো কানে
আল্লহু আকবর ধ্বনি।
আল্লাহু আকবর বানী আর
তোর চিৎকারের ধ্বনি,
হৃদয়ের সুরের মূর্ছনায় আমি
শুধুই চুপচাপ শুনি।
সাদা গোলাপের রঙ সাথে
হালকা লালের আভা,
আমি অপলক দৃষ্টিতে শুধুই
দেখে যাচ্ছিলাম তোর শোভা।
মায়াবী চোখে দেখেছিলে আমায়
বলেছিলে কতো কথা,
মাগো তোমার ভিতরে বসত করে
আবার তোমার কোলেই রাখি মাথা।
হাঁটি হাঁটি পা করে তোকে
আমি শেখালাম হাঁটা ,
কখন যে হলি এতো বড়ো
আমি ভেবেই পাইনা সেটা।
নিঃস্বার্থ ভাবে করছি লালন
চাইনা কোন বিনিময়,
যোগ্য মানুষ হলেই তবে
রবে আমার পরিচয়।
তুই যে আমার অনেক সাধের
শখের রাজকন্যা,
মহান আল্লাহ ভরিয়ে রাখুক
দিয়ে রহমতের বন্যা।
পাপ পূন্যের হিসাব করে
চলিস জীবন ভর,
দেখবি তবে সবকিছুতেই
তোর হবে কল্যাণ কর।