বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-মাহবুবা আখতার’র নির্বাক অন্তরের কবিতা “যদি তুমি বৃক্ষ হও”

430
কবি- মাহবুবা আখতার’র নির্বাক অন্তরের কবিতা “যদি তুমি বৃক্ষ হও”

যদি তুমি বৃক্ষ হও
মাহবুবা আখতার

তুমি বৃক্ষ হও ,শিকড়ে শেখরে
ছড়িয়ে দাও শাখা প্রশাখা, সবুজ পত্ররাজি ।
সৌম্য শান্ত, দৃঢ়তায় ,ছায়া দেবে,দেবে শ্বাসভরা বিজন মায়া।
আমি শাদা নীল মেঘে ভেসে বেড়াবো আমার আকাশে,
উজল আলোয় উথাল পাথাল ঢেউয়ে ,অভিমানে জড়িয়ে নেবো তাবৎ ভালোবাসা।

তুমি বৃক্ষ হও শিকড়ে শেখরে
“তুমি”ছুঁয়ে দেবে আমার আকাশ,মেঘের ভাঁজ
আমি বৃষ্টি ঝড়াবো অঝোর বৃষ্টি ।তুমি ভিজে ভিজে
স্নিগ্ধ হবে ,
ফুলে ফলে পল্লবিত হবে তোমার পৃথিবী।
তুমি হবে বিশ্বস্ততায় ,মুগ্ধতায় পূর্ণ মোহনীয়——-

তুমি বৃক্ষ হও শিকড়ে শেখরে
আমি গড়িয়ে গড়িয়ে মিলিয়ে যাবো অতলের অতলে ———
জলস্রোতের ইচ্ছে নদী জমিয়ে রাখে ভালোবাসা
হর হামেশা সারা বেলা
“তুমি “বৃক্ষ হও, আমি অতলান্তে মিলিয়ে যাওয়া জল”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here