“গন্তব্যে শেষ ঠিকানা” জীবন ছোঁয়া অসাধারণ কবিতা লিখেছেন কবি-দিলরুবা বেগম।

342
“গন্তব্যে শেষ ঠিকানা”

গন্তব্যে শেষ ঠিকানা
দিলরুবা বেগম

ঋতুর বৈরিতায় অভ্যস্ত এই আমি
হৃদয়ের দেয়ালে মন রেখে ভাবি,
শত অতীতের মাঝেও তোমার মুখখানি।
উৎসবের সুখগুলো স্বেচ্ছায় দিয়েছি বলি
তোমার শান্তি আর সময়ের দৌরাত্ম্যের কাছে।

নিভৃত জীবনে এই সুদীর্ঘ পথ পরাধীনতার কাছে
নুয়েছি বহু বছর ধরে।
এবার আমি স্বেচ্ছায় স্বাধীন!
নিজস্ব একটা ঠিকানা চাই!
তবে গন্তব্যের শেষ ঠিকানা আজও জানা নেই আমার।

তবে প্রেম জাগে মনে এই অবেলায়,
অরণ্যে পাহাড়,পর্বতের নির্জনতা প্রেম –
খুব মন টানে আমার—
নিস্তব্ধ পাহাড়ের ঝরনার কলরব শব্দের
উচ্ছলন উচ্ছ্বাসে ঢেউ তোরে নিঃসঙ্গতা খেলায় ভেসে যেতে ।

তাই হয়তো শেষ ঠিকানার কথা ভেবে পাহাড়ের কাছেই ছুটে যেতে ইচ্ছে করে,
কিনতু আমি হেঁটে চলছি গন্তব্যের সন্ধানে!
কতটুকু পথ গেলে আমি শিখে নিব,
তোমার চোখের আড়ালে থেকে যোজন যোজন দুরে সরে যাবার কৌশল!

আমি হন্যে হয়ে খুজছি শেষ আশ্রয়
সকাল,দুপুর, গোধূলির বেলা থেকে রাত অবধি।
এখনও খোঁজ পায়নি
কোন এক গন্তব্যে শেষ ঠিকানা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here