নীলপাহাড়
কলমে অর্পিতা কুন্ডু
নীলপাহাড়ের গায়ে
আদরমাখা ভোরে আমি খুঁজি
শুধু তোমার নীলাভ চোখদুটি…
ধ্যানগাম্ভীর্যে রয়েছো যুগ যুগ ধরে
অসীম নীরবতায়…
আমি শতবর্ষ পরে দেখেছি তোমার অনন্য রূপ
কুয়াশা ঘেরা ছদ্মবেশে…
তুমি কি নীলাম্বরী…
তোমার
নীলাভ দ্যুতিতে সূর্যও আজ স্তম্ভিত…
মুগ্ধ প্রেমিক হয়ে তোমার চিবুকে মুখ লুকোয়…
এত শান্ত…স্নিগ্ধ…মৃদু আলোর বর্ণচ্ছটায়
তুমি আরো সুন্দরী…নীলকান্তমণির মতো…
পাহাড় তুমি কেন এত সুন্দর..
.তোমার নীলে
আমি মিশে যাব
এ জীবনের সব ঋণ শোধ করে…
আলো আর কুয়াশার আবছায়ায়
আমি যুগান্তের পথিক হয়ে
তোমারই অপেক্ষায়…
একদিন নীল হয়ে ঐগভীর নীলেই
এক হয়ে যাব
তোমার গহিনে…..
নীল পাহাড়… সেদিন ভালোবাসবে তো?