কবি-রীতা ধরের কবিতা “রঙধনুর গায়ে থাকে বৃষ্টির রেশ”

339
কবি-রীতা ধরের কবিতা “রঙধনুর গায়ে থাকে বৃষ্টির রেশ”

রঙধনুর গায়ে থাকে বৃষ্টির রেশ
রীতা ধর

ছুঁতে কি পেরেছি আমিও
যে ছোঁয়া হয় একান্তে
যে পরশ লেগে থাকে ঠোঁটের কোনে
ঝড় তোলে হৃদয় পুরে?

যেমন ধরো,
মেঘ ছুঁয়ে আছে আকাশ
জল ছুঁয়ে আছে নদীর বুক
শ্রাবণ ছুঁয়ে দেয় উষ্ণ মাটি
ভালোবাসায় ছুঁয়ে থাকে পরম সুখ।

অথবা
বুঝতে কি পেরেছি এতটুকু
তুমিময় অনুভূতি,
যে অনুভব ছায়া ফেলে চোখের পাতায়
স্বস্তির আশ্বাসে বাড়ায় প্রীতি?

যেমন ধরো,
স্বপ্নরা এনে দেয় আশার আবেশ
রঙধনুর গায়ে থাকে বৃষ্টির রেশ
দুজনের বলা কথার সুদীর্ঘ কবিতা
ক্যানভাসে আঁকা হয় মুহূর্ত বিশেষ।

অথবা
ফেলেছি কি আমিও
ক’ফোটা চোখের জল,
যে জলের অবগাহনে সিক্ত প্রেম
বিরহের অথৈ অনল?

তুমি ছাড়া আমি আর কোথায় আমি
অকারণ ভুলচুক অনুভূতিহীন,
তবু যেন আমি মাঝে আমি কোথা নই
চিরকাল তুমি মাঝে হয়ে থাকি লীন।

রীতা ধর
চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here