আত্মশুদ্ধিতে তাই নিজকে করেছি পূর্ণ !! তারুণ্যের কবি জেসমিন জাহান এর অসাধারন কবিতা “তৃপ্তির উৎসব ”

717
তারুণ্যের কবি জেসমিন জাহান

তৃপ্তির উৎসব

          জেসমিন জাহান

আসে আনন্দ নিয়ে নগর-জনপদে
জাগে অবারিত হিল্লোল সাগর ও হ্রদে
প্রতি ঘরে ঘরে আর স্বদেশ ও প্রবাসে
জন-কলরবে আসে নব উচ্ছ্বাসে।

উৎসব মুখরিত বর্ণিল সাজে দিন
রমজানের শেষে আসে ঐ ঈদের দিন
ভোরের আকাশ হাসে সোনালী আভায়
বেহেশতী পবিত্রতায় মন ভরে যায়।

বাতাসের পালে লাগে খুশীর জোয়ার
স্নিগ্ধ সুবাসে খোলে বেহেশতী দুয়ার
অপেক্ষায় আছি সেই ‘রাইয়ানের’ জন্য
আত্মশুদ্ধিতে তাই নিজকে করেছি পূর্ণ।

মনো বন ভেসে যায় পুষ্পিত গন্ধে
প্রভু, তোমার মনোতুষ্টির আনন্দে
নতজানু হয়ে সদা তোমাতেই সমর্পিত
করুণাময় তুমি একজনই, কভু নও দ্বিত।

আসমানী সামিয়ানা দেশ-কাল ছাড়িয়ে
কাছে টানে মানুষেরে ঈদ -আনন্দ বিলিয়ে
ঘুরে ঘুরে আসে যেনো এদিনটি বার বার
আশেকে-মাশুকে হবো‌ দিন শেষে একাকার।

জেসমিন জাহান।
শিক্ষিকা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ঢাকা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here