সুখ
-শাহীন রায়হান
আমার শ্যাওলা ধরা ভাঙা হৃদয়ে চির সবুজ ছত্রাক তুমি
মরুর বুকে বয়ে যাওয়া এক অনন্ত সুখের
প্রবাহমান জলচ্ছবি
তোমায় নিভৃত নিশীথে দেখাতে সুখ
স্পন্দিত হৃদয়ে লেখাতে সুখ
প্রেমময় স্পর্শ অনুভব অনুভূতিতে সুখ
তোমার গভীরতম অন্দরে সুখ
অরণ্যময় বাহিরে সুখ
কাল কালান্তরে ছুঁয়ে থাকা মধ্যরাতের
সুখচ্ছবি তুমি।
আমি সুখ সমুদ্রে নোঙর ছিঁড়ে পাল তোলা এক
নিরুদ্দেশ নাবিক-
জীবন কম্পাসে উষ্ণ স্পন্দন দেখে দেখে
মনে হয় তোমাতে মরি
তোমাতে থাকি বেঁচে।