***** হাতের ভাঁজে *****
রত্নপ্রভা
—————————
হঠাৎ হুটোপাটি মেঘ রৌদ্রের,
ভোরাই পাত পাতা নিকানো উঠোনের।
চারিদিকে ঘুর ঘুর দুপায়া শালিক ,
মহারাজা সেজে এদিক-ওদিক ।
বিন্দু থেকে দাগ কেটে বসে রৌদ্র ,
গাছের ডগায় চড়ে বেঁকে শাখা মুখ
ধীরে ধীরে লেপটে মিশে সোনালি ক্ষেতে,
পিছু পিছু মেঘ নিকষ কালো তে ।
মিশে থাকা সোনালীর পিঠে চড়ে,
নিকানো উঠোন করে মন পুকুরে।
ডগায় ডগায় শিশিরস্নাত যেন টুপটাপ ,
মন পুকুরে বেড়ানো মাছ লেজ টান টান সাপ।
দাঁড় কাক ভেজা চুপ টি পাতার আড়ালে,
ছোট শিশুর নৌকো পুকুরে হেলে দোলে।
জল পুকুরে লুকিয়ে থাকা রোদ মুচকি হাঁসি,
ক্ষনিক ধুসর শেষে ঝলমলে আকাশি ।
সোজা হয়ে ঘাস সবুজ সোনা মাখা ,
উঠোন পুকুর জল সোনালি ঢাকা।
ধানের শিষে শিষে রেখে সবুজের খাঁজে,
ভেজা শীতল তাপে মেখে যায় হাতের ভাঁজে ভাঁজে।